ডাকসু নির্বাচন: প্রচারণার প্রথম দিনেই চারুকলায় শিবিরের ফেস্টুন ফেলে দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৭:১৮| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৭:৫০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রার্থীরা ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নিজেদের প্রচার শুরু করেছেন।

তবে, প্রচারণার প্রথম দিনেই চারুকলা অনুষদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিবির সমর্থিত এই জোট ব্যানার টানিয়ে প্রচারণা শুরু করে। কিন্তু চারুকলা অনুষদে তাদের পূর্ণাঙ্গ প্যানেলের ছবি সম্বলিত ফেস্টুনটি টানানোর কিছুক্ষণের মধ্যেই সেটি ফেলে দেওয়া হয়। যদিও এই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার সামগ্রী যেমন পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিলের কোনো ক্ষতি করা যাবে না।

এ প্রসঙ্গে ঢাবি শাখা শিবিরের সভাপতি এবং জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী এস এম ফরহাদ বলেন, ‘আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাব। এটা ছাত্রলীগের কাজও হতে পারে অথবা অন্য কারো কাজও হতে পারে।’

তিনি সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। নির্বাচন কমিশনকেই খুঁজে বের করতে হবে কারা এই কাজ করছে। খুজে দোষিদের শাস্তির আওতায় আনতে হবে।’

অন্যদিকে, নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রাব্বানী বলেছেন, আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে সাবেক যুবদল নেতা মামুন হাসান
ট্রমা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ফেলতে পারে দীর্ঘস্থায়ী প্রভাব: বিশেষজ্ঞ
প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদসীমা চান ৮৯% মানুষ
ফজলুর রহমানের পদ তিন মাসের জন্য স্থগিত করল বিএনপি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা