লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী

মডেল ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়েছেন। অভিযোগ করেছেন, কাজের সুযোগ থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এমনকি যারা তাকে কাজ দিতে চান, তাদেরও বয়কটের হুমকি দেওয়া হয়।
রবিবার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে বর্ষা বলেন,“আমি বারবার মাফ চেয়েছি। আপনারা আমাকে কেন মাফ করছেন না? এবার একটু থামেন প্লিজ। আমার এই দুই কাঁধে অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন,“একটা মেয়ে কী থেকে কী হয়ে গেলো, একটু তাকিয়ে দেখুন তো আপনারা। কতটা পরিবর্তন মাত্র ৯ মাসে! এই মেয়েটা সবার কাছে বারবার ক্ষমা চাইছে। তবুও আপনারা সেটা নিয়ে মজা নিচ্ছেন। যে মেয়েটাকেই একসময় আইডল ভাবতেন, আজ সে কাজ পায় না। আমাকে যে কাজ দিবে, তাকে আপনারা বয়কট করবেন। তাই ভয়েই কেউ কাজ দেয় না।”
নিজের কষ্টের কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন,“একবার আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন, আমি কী পরিস্থিতিতে আছি। আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু আপনারা কেন ক্ষমা করতে পারেন না?”
একই দিনে আরেকটি পোস্টে বর্ষা নিজের শারীরিক অবস্থার অবনতির কথাও জানান। তিনি লেখেন,
“আগের আমি আর এই আমির মাঝে অনেক পার্থক্য। এখন আমার ওজন মাত্র ৪০ কেজি। শরীরের অবস্থা ভালো না। চারদিকে এমনভাবে ছোট করে ফেলেছে সবাই, কেউ কাজ দেয় না। সংসারে অসুস্থ বাবা-মা আছে, আমারও বাচ্চা আছে। সবাই আমাকে ক্ষমা করে দিয়েন পারলে। আমার যখন তখন যা কিছু হয়ে যেতে পারে। আর নিতে পারছি না।”
বর্ষার লাইভ ভিডিও ও পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কেউ কেউ তার প্রতি সহানুভূতি জানিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে অনেকে তার বক্তব্যকে বিতর্কিত বলেও সমালোচনা করছেন।
(ঢাকাটাইমস/২৬ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন