যাত্রাবাড়ীতে রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা, র্যাবের অভিযানে আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে রং মিস্ত্রি শেখ বাবুল হোসেন বাবুকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার অন্যতম আসামি রাসেল ওরফে চান্দু রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে র্যাব-১০ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব বলছে, ১১ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে বাবু কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। ধলপুর এলাকার হাসনাহেনা গলির তিন রাস্তার মোড়ে পৌঁছালে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। মাথা, পেট, পিঠ ও পায়ে এলোপাতাড়ি কোপানো হয় তাকে।
স্থানীয় সিকিউরিটি গার্ড ও বাসিন্দাদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় বাবুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ১৩ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহত বাবুর বাবা যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা (নং-৬৭, তারিখ: ২১/০৮/২০২৫) দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০-এর একটি দল সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম হাসান সিদ্দিকীর নেতৃত্বে ২৫ আগস্ট রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি বাতেনপাড়ায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া রাসেল শরীয়তপুর জেলার নড়িয়া থানার দুলুখন্ড গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি ঢাকার যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় বসবাস করছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(ঢাকাটাইমস/২৬আগস্ট/এসএস)

মন্তব্য করুন