শাহবাগ থেকে

ছাত্রদল নেতা সোহরাব হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৪:০৮| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫:১৩
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যা মামলার প্রধান আসামি আফজাল হোসেন ওরফে আফসারকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর শাহবাগ এলাকা থেকে র‍্যাব-৩ তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, ২৫ আগস্ট দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মৎস্যভবন এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আফজাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার কাঠালকান্দি গ্রামের বাসিন্দা।

বাহিনীটি বলছে, আফজালের নেতৃত্বে একটি লাঠিয়াল ও সন্ত্রাসী বাহিনী রয়েছে, যারা নাসিরনগরের চাতলপাড় বাজারে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, লুটপাট ও হামলার মাধ্যমে এলাকায় দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল।

ছয় মাস ধরে নিহত সোহরাব হোসেনের সঙ্গে আফজালের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গত ৫ জুলাই দুপুরে আফজাল ও তার সহযোগীরা সোহরাবকে পিটিয়ে গুরুতর জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে স্পিডবোটেই তার মৃত্যু হয়।

ঘটনার পর সোহরাবের পরিবারের পক্ষ থেকে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৯, তারিখ: ০৯/০৭/২০২৫) হয়। মামলায় আফজাল হোসেনকে প্রধান আসামি করা হয়। মামলায় খুন, হামলা, চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‍্যাব-৩ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আফজালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার সন্ত্রাসী বাহিনীর অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
ঢাবিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই: সাদিক
লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা