ঢাবিকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করতে চাই: সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ১৫:৩০
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই ঢাবিকে পলিটিকাল ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীবান্ধব একাডেমিক ইনস্টিটিউটে রূপান্তর করার প্রতিশ্রুতি দিলেন ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম।

আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচনী প্রচারণার অনুমতি পাওয়ার পর ঢাবির কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজ আদায়ের পর মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সাদিক বলেন, প্রত্যেকটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসে বিশাল স্বপ্ন নিয়ে, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চাই কেউ বা চাই সরকারি আমলা হয়তে। রাজনীতির নামে অপরাজনীতির চর্চার ফলে রাজনীতির প্রতি শিক্ষার্থীদের বিমুখতা তৈরি হয়।

আমরা যদি সোস্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা ছড়ানো সহ বিভিন্ন ট্যাগিং ও ফেমিং এর রাজনীতি করি তাহলে যারাই এ ধরনের কাজ করবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নিবে।

এ সময় তিনি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী দের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

সম্মেলনে ভিপি প্রার্থী সাদিক কায়েম ছাড়াও শিবির প্যানেলের আরো দুটি গুরুত্বপূর্ণ পদের প্রার্থী এস এম ফরহাদ (জিএস) ও মহিউদ্দিন খান (এজিএস) সহ অন্যান্য সম্পাদক প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর তারা কেন্দ্রীয় লাইব্রেরীর দিকে এগিয়ে যান এবং সেখানে কিছুক্ষন অবস্থান করে শিক্ষার্থী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ।

(ঢাকাটাইমস/২৬ আগস্ট/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বুয়েট শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে শাহবাগ ব্লকেড
গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার
লাইভে কান্নায় ভেঙে পড়লেন ইনফ্লুয়েন্সার বর্ষা চৌধুরী
কারাগার থেকে বন্দিরাও আমাকে ফোন দেয়— অবৈধ মোবাইল ব্যবহার প্রসঙ্গে আইজি প্রিজন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা