উপজেলা বিএনপি সভাপতির নির্দেশে ঢাবি ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের অভিযোগ

ঢাবি প্রতিনিধি
  প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৫, ২০:৩৪| আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ২০:৪০
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শোভনকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে।

গতকাল সোমবার রংপুর জেলার পীরগাছা উপজেলার কালীগঞ্জ বাজারে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নির্দেশে পীরগাছা থানার এসআই শফিক ঢাবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শোভন ও ৩ নং ইটাকুমারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামিম হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

জানা যায়, গত ১৮ আগস্ট আমতলী পীরগাছার আমতলী বাজার এলাকায় একটি শতবর্ষী ঐতিহ্যবাহী গাছ কাটার বিরুদ্ধে শামীম হোসেন প্রতিবাদমূলক ভিডিও করেন। সেখানে মাহবুবুর রহমান মাহবুব অন্নদানগর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক এর নেতৃত্বে শামীমের উপর অতর্কিত হামলা চালানো হয়। আহত অবস্থায় তিনি থানায় গিয়ে মামলা বা জিডি করতে যান, পীরগাছা থানা তা গ্রহণে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে, হামলাকারীদের বাঁচাতে উল্টো শামীমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

এরই জের ধরে সোমবার কালিগঞ্জ স্কুল মাঠ থেকে শামীম হোসেনকে গ্রেপ্তার করতে গেলে ঢাবি শিক্ষার্থী শেখ শোভন একজন আইনজীবী হিসেবে ওয়ারেন্ট ও মামলা সম্পর্কে জানতে চাইলে এসআই শফিক তার সাথে দূর্ব্যবহার করেন। পরবর্তীতে, তাদের দুজনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, এ ঘটনায় আমিনুল ইসলাম রাঙ্গা , নুরুজ্জামান মেম্বার ও মাহবুবুর রহমান সরাসরি জড়িত। অভিযুক্ত রাঙ্গা আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের ভাতিজা। তারা পীরগাছা উপজেলায় তাদের পরিবার মাফিয়া রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ কিংবা বিএনপি প্রতি আমলেই তারা থাকে ধরা ছোয়ার বাইরে। রাঙ্গার প্রত্যক্ষ মদদে পীরগাছা থানায় চলছে মামলা বানিজ্য।

স্থানীয় বাসিন্দা কালীগঞ্জ স্কুলের এক শিক্ষক বলেন, পীরগাছায় আওয়ামী লীগের সময় পুলিশ প্রশাসন নিয়ন্ত্রণ করতো মিলন এখন নিয়ন্ত্রণ করে রাঙ্গা, তাদেরকে সবাই ভয় পায়, তারা মাফিয়া সন্ত্রাসী।

স্থানীয় এক ছাত্রদল নেতা অভিযোগ করে বলেন, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা দুজনই বিএনপির সক্রিয় কর্মী এবং ছাত্রদলের সঙ্গে যুক্ত। আর যাদের মাধ্যমে এই গ্রেপ্তার করানো হয়েছে, তারা আওয়ামী লীগ সমর্থিত। আমাদের এলাকায় পারিবারিক রাজনীতি চলে।

এ বিষয়ে আমিনুল ইসলাম রাঙ্গার সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। তবে, পীরগাছা থানার এসআই শফিকুর রহমান বলেন, যৌথবাহিনীর অভিযানের সময় শোভন বাধা দিয়েছিলো। তখন তাকে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

তিনি দাবি করেন, শোভনের সাথে কোন খারাপ ব্যবহার করা হয়নি। তবে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন। এজন্য তাকে একটু জোরজবরদস্তি করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু
ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী
‘রুমিন ফারহানা আপাকে সাইবার বুলিং করা হচ্ছে’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা