ডাকসুর চূড়ান্ত তালিকা প্রকাশ: প্রতিদ্বন্দ্বিতায় সর্বমোট ৪৭১ জন প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। আসন্ন ডাকসু তে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিল প্রক্রিয়া শেষে এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিক যাচাইয়ে বাদ পড়া ১০ জন প্রার্থী আপিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়, আর নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন আরও ২৮ জন প্রার্থী। ফলে, চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে মোট ৪৭১ জন প্রার্থীর নাম।
চূড়ান্ত তালিকার পদভিত্তিক প্রার্থীদের সংখ্যায় দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও, বিভিন্ন সম্পাদকীয় পদে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী রয়েছেন: মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২১৭ জন প্রার্থী। এই বিপুল সংখ্যক প্রার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে এবারের ডাকসু নির্বাচন বেশ জমজমাট হবে বলে আশা করছে শিক্ষার্থীরা।

মন্তব্য করুন