বনজ কুমারের মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেন খালাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ২০:২৫
অ- অ+

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাবেক প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলম অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ছিল সাক্ষ্য গ্রহণের দিন। তবে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারেনি। আদালত সাক্ষ্য পর্ব শেষ ঘোষণা করে রায় দেন এবং ইলিয়াস হোসেনকে অভিযোগ থেকে খালাস দেন।’

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বনজ কুমার মজুমদার। অভিযোগ ছিল— মিতু হত্যা মামলায় মিথ্যা ও অসত্য তথ্য সরবরাহ এবং তা প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।

পরবর্তীতে মামলার তদন্ত শেষে ২০২৩ সালের ৯ এপ্রিল ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০২৩ সালের ২৫ জুলাই সাইবার ট্রাইব্যুনালের বিচারক জুলফিকার হায়াত অভিযোগপত্র আমলে নিয়ে আসামিদের মধ্যে বাবুল আক্তার ও তার বাবা আব্দুল ওয়াদুদ মিয়াকে অব্যাহতি দেন। তবে সাংবাদিক ইলিয়াস হোসেন ও বাবুল আক্তারের ভাই হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জানুয়ারি বিচারক এ এম জুলফিকার হায়াত বাবুলের ভাই লাবুকেও মামলার দায় থেকে অব্যাহতি দেন। তবে ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

মামলার বিচার চলাকালে ১৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। তবে সাক্ষ্য ও তথ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত আজ সাংবাদিক ইলিয়াস হোসেনকে খালাস দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে থাপ্পড় মেরে যুবদল নেতার কানের পর্দা ফাটানো সেই এসআইকে প্রত্যাহার
রংপুর প্রেসক্লাব উন্মুক্তকরণ প্রক্রিয়ায় অপশক্তি বাঁধা, দখল চেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি
কদমতলীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার
পাঁচদিনের রিমান্ডে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা