সীমানা পুনর্নির্ধারণ শুনানিতে ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেওয়ার দাবি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের চলমান শুনানিতে ফরিদপুর-৫ আসন ফিরিয়ে দেওয়ার দাবি উঠেছে।
বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংসদীয় আসনের শেষ দিনের শুনানি শেষে ফরিদপুরের প্রতিনিধিরা এ দাবি জানান।
শুনানি শেষে ফরিদপুর-৪ আসনের প্রতিনিধি কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, ২০০১ সাল পর্যন্ত চরভদ্রাসন ও সদরপুর দুইটি উপজেলা নিয়ে ফরিদপুর-৪ আসন ছিল। কিন্তু ২০০৮ সালে ভাঙ্গা উপজেলা ফরিদপুর-৫ আসন ফরিদপুর-৪ এর সঙ্গে যুক্ত করা হয়েছে। আমরা ফরিদপুর-৪ আসন ২০০১ সালের ন্যায় ফিরে পেতে চাই।
তিনি আরও বলেন, একইসঙ্গে ভাঙ্গা উপজেলা নিয়ে ফরিদপুর-৫ আসনও ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।
ফরিদপুর-৫ আসনটি ১৯৭৩ সালে অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনের সময় গঠিত হয়েছিল। ২০০৬ সালে আসনটি বিলুপ্ত হয়। এটি ফরিদপুর জেলার ভাংগা উপজেলা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছিল।
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম)

মন্তব্য করুন