৩ দফা দাবিতে প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রা, পুলিশের ১০ রাউন্ড টিয়ারশেল ও লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ১৪:০০| আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৪:৩২
অ- অ+

তিন দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীরা হোটেল ইন্টারকন্টিনেন্টাল পেরিয়ে মিন্টো রোডের পানির ফোয়ারার সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ১০ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

বুধবার সকাল ১১টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে জড়ো হয়ে লংমার্চের যাত্রা শুরু করেন। দুপুর দেড়টার দিকে তারা যমুনা অভিমুখে অগ্রসর হলেও ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করার সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এসময় থেমে থেমে অন্তত ১০টি সাউন্ড গ্রেনেড, জলকামান নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বর্তমানে তারা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের সড়কে অবস্থান করছেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো

১. ইঞ্জিনিয়ারিং ৯ম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল ১০ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে গতকাল (মঙ্গলবার) বিকাল তিনটার দিকে শাহবাগ মোড়ে জড়ো হন বুয়েট শিক্ষার্থীরা। পরে বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। এ সময় আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় সাড়ে ৪ ঘণ্টা অবস্থানের পর তারা রাত ৮টায় শাহবাগ ছাড়েন।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে ফেনসিডিল-ইয়াবা ও মোটরসাইকেলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার
স্বর্ণ বিক্রি হবে আজ থেকে নতুন দামে, জানুন ভরি কত?
টেলর সুইফট-কেলসের বাগদানে বিশ্বজুড়ে উচ্ছ্বাস, আংটির দাম শুনলে চমকে যাবেন
পিআর পদ্ধতি নিয়ে কিছু রাজনৈতিক দল হুমকি দিচ্ছে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা