রাতভর র্যাবের অভিযান
ফরিদপুরে ফেনসিডিল-ইয়াবা ও মোটরসাইকেলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের সালথা থানার হোগলাকান্দি এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন– মো. সাব্বির মাঝি, মো. আমিনুল ইসলাম বুলবুল, নিলয় ইসলাম তাসির ও জামিল আহম্মেদ হযরত।
মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম।
র্যাব জানায়, গতকাল রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে হোগলাকান্দি এলাকায় প্রথম অভিযানে ১ লাখ ৫৩ হাজার টাকার ৫১ বোতল ফেনসিডিল এবং ২ হাজার ১০০ টাকার ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মো. নিলয় ইসলাম তাসির ও মো. জামিল আহম্মেদ হযরতকে গ্রেপ্তার করা হয়।
একই দিন রাত ৪টা ৪৫ মিনিটে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযানে ২ লাখ ৭ হাজার টাকার ৬৯ বোতল ফেনসিডিলসহ সাব্বির মাঝি ও আমিনুল ইসলাম বুলবুল নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/এলএম)

মন্তব্য করুন