টেলর সুইফট-কেলসের বাগদানে বিশ্বজুড়ে উচ্ছ্বাস, আংটির দাম শুনলে চমকে যাবেন

পপসংগীতের গ্লোবাল সেনসেশন টেলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলস অবশেষে বাগদান সম্পন্ন করেছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় সময় গভীর রাতে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যুগল কিছু ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে সুখবর ভাগাভাগি করেন তারা।
ছবিতে দেখা যায়, হাঁটু গেড়ে বসে কেলস আংটি পরিয়ে দিচ্ছেন সুইফটকে। সাদা-কালো ডোরাকাটা গাউনে সজ্জিত ছিলেন টেলর, আর ট্র্যাভিস ছিলেন গাঢ় নীল টি-শার্ট ও শর্টসে। ফুলে ঘেরা এক বাগানে ফুলের খিলানের নিচে দাঁড়িয়ে ধরা পড়েন তারা। ছবির ক্যাপশনে রসিকতা করে দুজন লিখেছেন— “তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে।”
কেবল কয়েক ঘণ্টার মধ্যেই পোস্টটি ইনস্টাগ্রামে এক কোটিরও বেশি লাইক কুড়িয়ে নেয়। বাগদানের আংটিটি বিশেষভাবে নজর কাড়ে। নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারির ডিজাইনার কিনড্রেড লুবেক নিজ হাতে এটি তৈরি করেছেন।
তবে বেশিরভাগ নেটিজেনেরই নজর গিয়েছে গায়িকার এনগেজমেন্ট আংটির দিকে। রীতিমতো চোখ ধাঁধানো আংটি জ্বলজ্বল করছে গায়িকার আঙুলে। এর দাম শুনলে চমকে যাবেন।
এস্টেট ডায়মন্ড জুয়েলারির বেনজামিন খোরদিপুর অনুমান করেছেন যে এই রিংটির দাম প্রায় ৫,৫০,০০০ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪.৮ কোটি টাকা।
তবে বাগদানের খবরটি প্রকাশের পর গুগলে টেলর সুইফটের নাম লিখলেই স্ক্রিনে কনফেটি ঝরে পড়তে শুরু করে—ভক্তদের জন্য বাড়তি চমক হিসেবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল) থেকে শুরু করে অসংখ্য সেলিব্রিটি শুভেচ্ছা জানিয়েছেন এ তারকা জুটিকে। এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “কেলসে দুর্দান্ত খেলোয়াড়, টেইলর অসাধারণ শিল্পী। তাদের জন্য শুভকামনা।”
সুইফট–কেলস জুটি প্রথমবার আলোচনায় আসে ২০২৩ সালে। ট্র্যাভিস কেলসে তার পডকাস্ট ‘নিউ হাইটস’-এ টেলরের নাম উল্লেখ করার পর বিষয়টি ভক্তদের নজরে আসে। একই বছরের জুলাইয়ে সুইফটের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত ছিলেন কেলসে। সেখান থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়।
সেপ্টেম্বরে কেলসের খেলার মাঠে মায়ের পাশে বসে থাকা অবস্থায় দেখা যায় টেলরকে। এরপর স্যাটারডে নাইট লাইভ শো-তে হাত ধরে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ করেন তারা।
এরপর থেকে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন এ তারকা জুটি। ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠে তাদের রোমান্টিক মুহূর্ত ভাইরাল হয়েছিল। টেলর এমনকি নিজের জনপ্রিয় গান কার্মা-তে কেলসের নাম যুক্ত করে ভক্তদের চমকে দেন।
এবার আনুষ্ঠানিক বাগদানে সেই সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করল। বিশ্বজুড়ে ভক্তরা তাই আনন্দে মাতোয়ারা।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন