যানজট নিরসনে রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে: প্রেস উইং

ঢাকা মহানগরের বাস সেবা এখন থেকে একক ব্যবস্থায় পরিচালিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে রাজধানীর বাস পরিবহন খাতে কার্যকর কোনো নিয়ন্ত্রণ না থাকায় যাত্রীরা প্রতিদিন নানামুখী ভোগান্তির শিকার হচ্ছেন। জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা, অনিয়মিত রুট ও অরাজকতা বাসযাত্রাকে অসহনীয় করে তুলেছে। বিশেষ করে নারী, শিশু ও প্রবীণ যাত্রীরা বাসে উঠতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন।
প্রেস উইং জানায়, অকার্যকর রুটে বাস চলাচলের কারণে প্রতি বছর প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা। এসব সমস্যা সমাধানে সব বাসকে একক ব্যবস্থার আওতায় আনা হবে। নির্ধারিত কোম্পানিগুলো নির্দিষ্ট রুট ও স্টপেজ মেনে বাস পরিচালনা করবে।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন ব্যবস্থার ফলে রাজধানীতে রুট শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, যানজট ও বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হবে। একইসঙ্গে বাসযাত্রায় ভাড়ায় প্রতারণা বন্ধ হয়ে গণপরিবহন হবে আরও কার্যকর ও সহজলভ্য।
প্রেস উইং আশা প্রকাশ করেছে, নতুন উদ্যোগ কার্যকর হলে রাজধানীর লাখ লাখ মানুষের জন্য বাসযাত্রা হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন