ধার পরিশোধ না করায় এসবি’র সাবেক এসপি নিহার রঞ্জনের পদাবনতি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ০০:১৮
অ- অ+

ধার পরিশোধ না করায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক বিশেষ পুলিশ সুপার (এসপি) নিহার রঞ্জন হাওলাদারের পদাবনতি করা হয়েছে। শাস্তির অংশ হিসেবে তাকে অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ ও ২০২১ সালে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ব্যক্তিগত প্রয়োজনে আবু বাক্কার সিদ্দিকের কাছ থেকে ১২ লাখ ৯৯ হাজার টাকা ধার নেন নিহার রঞ্জন হাওলাদার। তবে পরবর্তীতে ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৩ সালের ৭ এপ্রিল পর্যন্ত ১৪ দফায় তিনি ৬ লাখ ১৫ হাজার ২০০ টাকা পরিশোধ করলেও বাকি ৬ লাখ ৮৩ হাজার ৮০০ টাকা ফেরত দেননি। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

পরে ব্যক্তিগত শুনানির আবেদন করলে তিনি টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করেন।

সামগ্রিক বিবেচনায়, ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১)(ক) অনুযায়ী তাকে তিরস্কার দণ্ড দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬৮তম সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় মেঘনা ব্যাংকের নতুন এজেন্ট আউটলেটের যাত্রা শুরু
ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি, যদি...
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা