মুসলিম বিজ্ঞানীর নেতৃত্বে ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম মানব ত্বক

অস্ট্রেলিয়ার গবেষক দল ল্যাবে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ও কার্যক্ষম মানব ত্বক তৈরি করতে সক্ষম হয়েছেন। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই ত্বক মডেলে রক্তনালী, কৈশিক ধমনী, চুলের গোড়া, স্নায়ু, রোগপ্রতিরোধী কোষসহ সব স্তরের টিস্যু অন্তর্ভুক্ত করতে পেরেছেন।
এই যুগান্তকারী গবেষণার নেতৃত্ব দিয়েছেন মুসলিম বিজ্ঞানী ড. আব্বাস শাফি। তিনি বলেন, “এটাই এখন পর্যন্ত সবচেয়ে বাস্তবসম্মত ল্যাব-তৈরি ত্বক মডেল। এর মাধ্যমে চর্মরোগ নিয়ে আরও নির্ভুল গবেষণা ও চিকিৎসা পরীক্ষার সুযোগ তৈরি হলো।”
গবেষণাটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল Wiley Advanced Healthcare Materials–এ প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ হতে সময় লেগেছে প্রায় ছয় বছর।
গবেষকরা প্রথমে মানব ত্বকের কোষকে স্টেম সেলে রূপান্তর করেন। পরে এই স্টেম সেল থেকে ক্ষুদ্র রক্তনালী তৈরি করে ত্বকের প্রতিরূপে (স্কিন অর্গানয়েডস) সংযুক্ত করা হয়। ফলে ত্বকটি ধীরে ধীরে প্রাকৃতিক মানব ত্বকের মতো গঠন ও কার্যক্ষমতা লাভ করে।
সহ-গবেষক অধ্যাপক কিয়ারাশ খসরোতেহরানি জানান, সোরিয়াসিস, অ্যাটোপিক ডার্মাটাইটিস ও স্ক্লেরোডারমার মতো কঠিন ও দীর্ঘস্থায়ী চর্মরোগের চিকিৎসায় এই মডেল নতুন দিগন্ত খুলে দেবে। পাশাপাশি দগ্ধ রোগী বা ত্বক প্রতিস্থাপনেও এর কার্যকারিতা থাকবে।
এর আগে ত্বকের রোগ নিয়ে সীমিত পর্যায়ের গবেষণা করা সম্ভব ছিল। কিন্তু বাস্তব মানব ত্বকের মতো এই ল্যাব-তৈরি ত্বক বিজ্ঞানীদের জন্য এক বড় সুযোগ তৈরি করেছে। গবেষকদের আশা, এ প্রযুক্তি ভবিষ্যতে কোটি কোটি চর্মরোগী ও দগ্ধ রোগীর জীবনে আশার আলো হয়ে উঠবে।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন