রুমমেটের ওপর হামলা: ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল ওরফে জ্বালাময়ী জালালের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাহবাগ থানায় মামলাটি দায়ের করা হয়।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে রুমমেটের ওপর হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আহত শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র মো. রবিউল হককে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তিনি সকালে হলে ফিরেছেন।
ঘটনার পরপরই হলের শিক্ষার্থীরা জ্বালাময়ী জালালকে আটক করে পুলিশে সোপর্দ করে। একইসঙ্গে অভিযুক্ত শিক্ষার্থীকে মৌখিকভাবে বহিষ্কারের ঘোষণা দেন মুহসীন হল প্রভোস্ট। এ বিষয়ে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এদিকে চিফ রিটার্নিং অফিসার মো. জসীম উদ্দীন জানান, জালালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে টাস্কফোর্স তদন্ত করে প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়জুড়ে আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্স সক্রিয় রয়েছে। আগে সতর্ক করা হলেও এখন থেকে যারাই আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধেই কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম)

মন্তব্য করুন