গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত

অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন প্রাণ হারান ত্রাণ নিতে গিয়ে হামলার শিকার হয়ে, আর একটি জনপ্রিয় বাজারে হামলায় নিহত হন অন্তত পাঁচজন। এছাড়া অনাহারে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর গাজা নগরীতে আরও গভীরভাবে প্রবেশ করেছে। পুরো মহল্লা-মহল্লা ধ্বংস করে দেওয়ায় ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হয়ে পড়ছে। এর মধ্যেই ইসরায়েলের অবরোধ সৃষ্ট দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে।
আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে, উত্তর গাজার আস-সাফতাওয়ি এলাকা থেকে মানুষ দলে দলে দক্ষিণের দিকে পালাচ্ছে। নারী-পুরুষ-শিশুরা ধুলোমাখা রাস্তায় সারি বেঁধে হেঁটে যাচ্ছেন। কারও হাতে ব্যাগ, কম্বল বা খাটিয়া, কেউ ঠেলাগাড়িতে সামান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছেন, আবার কেউ ছোট ছোট শিশুদের হাত ধরে পালিয়ে যাচ্ছেন।
প্যালেস্টাইনি সিভিল ডিফেন্সের হিসাবে, চলমান অভিযানে শুধু গাজা নগরীর জায়তুন ও সাবরা এলাকায়ই এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। গত ৬ আগস্ট থেকে শুরু হওয়া টানা অভিযানের ধ্বংসযজ্ঞে হতাহতের সংখ্যা বাড়ছেই।
প্রায় দুই বছর ধরে চলমান এই যুদ্ধে অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ৩০০ মানুষের, যার মধ্যে ১১৭ জন শিশু। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও গাজায় ইসরায়েলের হামলা থামছে না। বরং আরও ভেতরে প্রবেশ করে তীব্রতর হচ্ছে হামলা, ফলে গৃহহীন হয়ে পড়ছে হাজারো ফিলিস্তিনি পরিবার।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬২ হাজার ৮০৮ জনে পৌঁছেছে।
(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

মন্তব্য করুন