ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের সমস্যা জটিল নয়, সমাধান সহজ: জনপ্রশাসন সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ১৭:০২
অ- অ+

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান বলেছেন, ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের সমস্যা জটিল নয় এবং সহজেই সমাধান সম্ভব।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়াররা যদি তাদের প্রস্তাব নিজ মন্ত্রণালয় বা অধিদপ্তরের মাধ্যমে পাঠিয়ে দেয়, তাহলে সচিব কমিটি বা সংশ্লিষ্ট কমিটি তা ইতিবাচকভাবে অগ্রাধিকার দিয়ে দেখবে।”

সচিব আরও জানান, এই বিষয়গুলোর সাথে পিএসসি, জনপ্রশাসন, ক্যাবিনেট, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত। তিনি বলেন, “সংশ্লিষ্টদের সঙ্গে বসে সচিব কমিটির মিটিংয়ে বিষয়গুলো তুললেই সমাধান সম্ভব। একটি-দুটি মিটিংয়ের মাধ্যমে সবকিছু সমাধান করা যায়; জটিল কোনো বিষয় নেই।”

ড. মোখলেসুর রহমান আরও বলেন, “ডিপ্লোমা কিংবা বিএসসি ইঞ্জিনিয়ার সবাই সরকারের। তাদের প্রস্তাব সমাধান করার জন্য আমরা প্রস্তুত। এর জন্য রাস্তাঘাট বন্ধ করার কোনো দরকার নেই, এটি বিচক্ষণ কাজ নয়।”

(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে: আব্দুল কাদের
প্রেসক্লাবের গেটের সামনে সাংবাদিকদের রক্তাক্ত করল দুর্বৃত্ত ও পুলিশ
ডিবিপ্রধানের দায়িত্ব নিলেন শফিকুল ইসলাম
ঢাকার সাবেক কাউন্সিলর ও দক্ষিণ বিএনপি নেতা টিপুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডিএমপিতে অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা