বরিশালে দেশীয় আগ্নেয়াস্ত্র ও বৈদেশিক মুদ্রাসহ দুর্ধর্ষ ডাকাত আটক

বরিশাল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ১৭:৪৬
অ- অ+

বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ এবং বৈদেশিক মুদ্রাসহ একজন দুর্ধর্ষ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ আগস্ট সকাল ৭টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা ও কালীগঞ্জ যৌথভাবে মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাত নাইম (২৯) আটক হয়। আটককৃত ডাকাত বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন দড়ির চর খাজুরিয়া এলাকার বাসিন্দা।

তিনি আরও জানান, অভিযানে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল, বিভিন্ন বৈদেশিক মুদ্রা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দকৃত আলামত মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপালী ব্যাংকের ইজিএম এবং এজিএম অনুষ্ঠিত
ইসলামী ব্যাংকের সাথে ঢাকা কমার্স কলেজ-এর চুক্তি
আন্দোলন ঠেকাতে গিয়ে হাসপাতালে ৮ জন পুলিশ, ২ জন আশঙ্কাজনক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডাকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের প্রতিযোগিতা চলছে: আব্দুল কাদের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা