কদমতলীতে লুট হওয়া অস্ত্র উদ্ধার

রাজধানীর কদমতলী এলাকা থেকে দু’টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে র্যাব-১০। এই ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার অস্ত্রের মধ্যে একটি পুলিশের লুট হওয়া অস্ত্র রয়েছে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
এবিষয়ে আগামীকাল সকালে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

মন্তব্য করুন