ঢেলে সাজানো হচ্ছে উপজেলা-থানা আনসার কোম্পানি: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ২০:০৮
অ- অ+

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ভিডিপি) উপজেলা ও থানা পর্যায়ের আনসার কোম্পানি ও ইউনিয়ন আনসার প্লাটুনের কার্যক্রম ঢেলে সাজাচ্ছে। প্রশিক্ষণ, শৃঙ্খলা, দেশপ্রেম ও তারুণ্যের এক নতুন সমন্বয়ের মাধ্যমে এই কাঠামোকে আধুনিক ও দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর আনসার-দক্ষিণ জোন আয়োজিত এমন একটি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসব কথা বলেন।

গত ২৬ আগস্ট শুরু হয়েছে ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের প্রথম ধাপ। পুরো প্রশিক্ষণ কার্যক্রম ৮ ধাপে অনুষ্ঠিত হবে এবং শেষ হবে আগামী ১০ জানুয়ারি ২০২৬। সারাদেশে মোট ৫২ হাজার ১৮৩ জন সদস্য এতে অংশ নেবেন।

উপজেলা আনসারকে গড়ে তোলা হচ্ছে জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্মে পরিদর্শন শেষে মহাপরিচালক আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘উপজেলা বা থানা আনসার কোম্পানি সামাজিক অপরাধ দমন ও অভ্যন্তরীণ নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গত কয়েক বছরে কাঠামোগত দুর্বলতা ও প্রশিক্ষণের অভাবে এই ইউনিটগুলো কার্যকারিতা হারাতে বসেছিল। এখন এই প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে তাদের একটি জাতীয় নিরাপত্তা প্ল্যাটফর্মে উন্নীত করা হচ্ছে, যেখানে তারা অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক সদস্য যদি দায়িত্ব ও নৈতিকতার বিষয়ে সচেতন হন, তবে তারা আনসার ভিডিপির যোগ্য প্রতিনিধি হিসেবে দেশপ্রেম ও জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবেন।’

প্রশিক্ষণ কার্যক্রমে আধুনিক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধ, সামাজিক দায়িত্ববোধ এবং রাষ্ট্রীয় নিয়মকানুন বিষয়ে দিকনির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। শারীরিকভাবে সক্ষম এবং নৈতিকভাবে সুদৃঢ় সদস্যদের বাছাই করে এই প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ সদস্যরা উন্নত প্রশিক্ষণ, প্রকল্পভিত্তিক কর্মসংস্থান এবং আর্থিক সহায়তার সুযোগ পাবেন। আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এসব সদস্যদের অর্থায়নে পাশে থাকবে বলে জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই নতুনধারার সদস্যরা ভবিষ্যতে পূজা, জাতীয় নির্বাচন, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যক্রমে সরাসরি যুক্ত থাকবেন। তাদের দায়িত্বের পরিধি আরও সুনির্দিষ্ট করে সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে।

মহাপরিচালকের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আনসারের পরিচালক মো. আসাদুজ্জামান গনীসহ বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা