টাঙ্গাইলে থাপ্পড় মেরে যুবদল নেতার কানের পর্দা ফাটানো সেই এসআইকে প্রত্যাহার

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা যুবদলের এক নেতাকে ডেকে নিয়ে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটানোর অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার রাতে তাকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইল পুলিশ সুপার মো. মিজানুর রহমান। এছাড়া ঘটনাটিকে দুঃখজনক বলে পুলিশ সুপার বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মারধরের শিকার আমিনুল ইসলাম উপজেলার আলমনগর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।
পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে গোপালপুর থানার ওসির কক্ষে বিএনপি নেতাদের উপস্থিতিতে একটি বৈঠক বসে। সেখান থেকে যুবদল নেতা আমিনুল ও এসআই রাসেলকে বের করে দেওয়া হয়।
এ সময় আমিনুলকে অন্য একটি কক্ষে নিয়ে রাসেল থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে। পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যুবদল নেতা আমিনুল বলেন, “আমি কানে শুনতে পাচ্ছি না। সিনিয়র নেতারা অনুমতি দিলে পুলিশের বিরুদ্ধে মামলা করব।”
গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “আমিনুল পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। এজন্য তাকে থানায় ডেকে আনা হয়েছিল। এক পর্যায়ে পুলিশ সদস্যের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। পরে বিএনপি নেতাদের ডেকে এনে বিষয়টি মীমাংসা করে দিয়েছি।”
(ঢাকাটাইমস/২৭আগস্ট/এলকে)

মন্তব্য করুন