যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্যাথলিক স্কুলে হামলা, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের একজন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্স জানায়, গ্রীষ্মের ছুটি শেষে স্কুল খোলার মাত্র দুই দিন পর এই হামলার ঘটনা ঘটল। প্রাথমিক পর্যায়ের বেসরকারি এই স্কুলটিতে প্রায় ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে সংযুক্ত এবং উভয়ই মিনেসোটার সবচেয়ে বড় শহর মিনিয়াপোলিসের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি আবাসিক এলাকায় অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরে ছিলেন এবং তার হাতে ছিল একটি রাইফেল। এ ঘটনার বিস্তারিত জানাতে বুধবার (২৭ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, শিশুরা যখন সকালবেলার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিল ঠিক তখনই বন্দুকধারী গুলি চালাতে শুরু করেন।
হামলার পর উদ্বিগ্ন অভিভাবকরা পুলিশের হলুদ টেপের নিচ দিয়ে মাথা নিচু করে স্কুলের ভেতরে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের বের করে আনেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ঘটনাস্থলে এফবিআই উপস্থিত রয়েছে। তিনি আরও লিখেছেন, ‘হামলার শিকার সবার জন্য আমার সঙ্গে দোয়া করুন।’

মন্তব্য করুন