প্রকৌশল শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ
ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন

ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ তিন দফা দাবিতে অবস্থান নেন প্রকৌশল শিক্ষার্থীরা। কিন্তু পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ যমুনা অভিমুখে যাত্রায় বাঁধা দেয় পুলিশ। ফলে শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, টিয়ারগ্যাস ও জলকামান নিক্ষেপের ঘটনা ঘটে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. আজ্জত আলী।
একই সঙ্গে এই অপ্রীতিকর ঘটনার জন্য আগামীকাল একটি তদন্ত কমিটি গঠন করব বলেও জানান তিনি।
বুধবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে শাহবাগে আন্দোলনরত স্থানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব বলেন তিনি।
তিনি বলেন, আজকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে যে অপৃতিকর ঘটনা ঘটানো হয়েছে, সেই ঘটনার জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সকলকে অনেক অনেক স্নেহ ভালোবাসা এবং তোমরা ভালো থাকো আমি এই কামনা করি।
এছাড়াও রংপুরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রংপুরে যে ঘটনা রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে আমি এইখানে আসার আগে কথা বলছি। কথা বলে সেখানে একটা জিডি হয়েছে, এই জিডির আসামিকে ধরার জন্য উনার সাথে কথা বলছি। উনি আমাকে কথা দিছে যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে নিবে।
(ঢাকাটাইমস/২৮আগস্ট/এলএম)

মন্তব্য করুন