মোহাম্মদপুরে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ২৩:২০
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ধারালো অস্ত্র, নগদ টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ও বুধবার থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালানো হয়। এতে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর সহায়তায় পরিচালিত পৃথক অভিযানে হত্যা মামলার সাত আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন—গোলাম মোহাম্মদ জিলানী, রমজান, মাসুম, রবিন, শাকিব, দিপু, সুজন, আরিফুর রহমান রফি, মানিক, সাব্বির, সোহাগ, শাওন, সেলিম, মিরাজ, রাব্বি, শামিম, শান্ত, জাবেদ আলী, রিফাত ও রায়হান।

অভিযানে ছয়টি সামুরাই, তিনটি স্টিলের চাকু, একটি ধারালো ডেগার, নগদ পাঁচ হাজার একশ টাকা, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মোহাম্মদপুর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ গ্রেপ্তার
আরেকজন ফ্যাসিস্ট বিরোধী অফিসার পেল ডিবি: ইলিয়াসের পোস্ট
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্যাথলিক স্কুলে হামলা, নিহত ৩
ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা