মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ আগস্ট ২০২৫, ০০:৫৯| আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০১:০৩
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ তিন রাস্তায় এলাকায় এক চাঁদাবাজকে হাতে নাতে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার সন্ধ্যায় বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ে গাড়িতে চাঁদা আদায়ের সময়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা। তার নাম সাইফুল ইসলাম।

একইদিন রাতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেডের একজন ঊধ্বর্তন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে করে আসছিল সাইফুল। কেউ চাঁদার টাকা না দিলে মারধর করা হতো। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সাইফুলের কাছ থেকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত একাধিক ব্যক্তির তথ্য পাওয়া গেছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদাবাজ সাইফুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনীর এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আরেকজন ফ্যাসিস্ট বিরোধী অফিসার পেল ডিবি: ইলিয়াসের পোস্ট
মোহাম্মদপুরে বিশেষ অভিযান, হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ২০
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ক্যাথলিক স্কুলে হামলা, নিহত ৩
ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা