পাঁচদিনের রিমান্ডে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কলিমউল্লাহ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহ’কে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এ আদেশ দেন। এদিন দুর্নীতিসহ ক্ষমতার অপব্যবহারের দুদকের করা মামলায় অধ্যাপক কলিমউল্লাহকে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তার।
এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে দুদক। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অধ্যাপক কলিমউল্লাহকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অর্থ আত্মসাতের অভিযোগে গত জুন মাসে সাবেক উপাচার্য অধ্যাপক কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।
দুদকের পিপি দেলোয়ার জাহান রুমী এ তথ্য নিশ্চিত করে বলেন, ক্ষমতার অপব্যবহার করে কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল ও একটি গবেষণা ইনস্টিটিউট নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করেছেন। ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি করার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকলেও তা মান্য করেননি। তার এই দুর্নীতির সাথে কারা কারা জড়িত।
এসব বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার দশ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।

মন্তব্য করুন