বিবিসির অডিও ফাঁস

শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার চায় অ্যামনেস্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৫, ১৮:৪০
অ- অ+

সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও ক্লিপকে ঘিরে বাংলাদেশে আলোচনার ঝড় বইছে। বিবিসি বাংলা ও বিবিসি-আই যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৪ সালের আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।

এই অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবার সরব হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি তাদের দক্ষিণ এশিয়া অঞ্চলের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের জুলাই থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতায় যারা জড়িত, তাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির আওতায় আনতে হবে। সংস্থাটি স্পষ্টভাবে রোম সংবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী এই ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠানোর আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, জাতিসংঘের এক অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছে, সেই সময়কার বিক্ষোভে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান, যার বড় একটি অংশ নিহত হন সামরিক বাহিনীর ব্যবহৃত রাইফেল ও শটগানের গুলিতে। আহত হন কয়েক হাজার বিক্ষোভকারী, যাদের অনেকেই স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, এসব ঘটনার নিরপেক্ষ, স্বাধীন ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া উচিত। একইসঙ্গে সংস্থাটি বলেছে, সহিংসতায় সরাসরি অংশগ্রহণকারীদের পাশাপাশি যারা এসবের পেছনে নির্দেশ দিয়েছে, তাদের বিরুদ্ধেও বিচারিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তবে বিচারিক প্রক্রিয়ায় যেন কোনোভাবেই মৃত্যুদণ্ডের বিধান না থাকে, সে দিকেও জোর দিয়েছে অ্যামনেস্টি।

এদিকে ফাঁস হওয়া অডিও সম্পর্কে বাংলাদেশের কোনো সরকারি প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে মানবাধিকার সংগঠনগুলোর একাংশ বলছে, এসব অভিযোগে আন্তর্জাতিক তদন্ত হলে দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তার দল আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বহু নেতা-কর্মী দেশ ছেড়ে পালিয়ে যান। অনেকে গ্রেপ্তার হয়ে কারাগারে ও আত্মগোপনে রয়েছেন।

সূত্র: বিবিসি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪৩ হাজার পৃষ্ঠার নথিতেও এনসিপি টেকেনি ইসির প্রাথমিক বাছাইয়ে
চট্রগ্রামে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে ট্র্যাফিক প্রশিক্ষণ কর্মশালা
নারীর শরীরে লুকানো ছিল ৩৭ হাজার ইয়াবা!
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫ পেল বিকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা