খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৫, ১৬:২৪
অ- অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৬০) নামে এক ভুট্টা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বার পাড়ায়।

নিহতের ছেলে মামুন রানা মিম জানান, সোমবার বিকালে বাবা ব্যবসায়িক কাজে রানীরবন্দর এলাকায় যান। সন্ধ্যার দিকে বাসায় ফিরে বাড়ির পাশের বাঁশের চৌকিতে বসেছিলেন। আমি তাকে বলি, ‘চলেন বাড়ি যাই।’ জবাবে তিনি বলেন, ‘তুমি যাও, আমি পরে আসছি।’ কিন্তু রাত হয়ে গেলেও তিনি আর বাসায় ফেরেননি। এরপর আমরা মোবাইলে কল দিলে সেটি বন্ধ পাই। পরদিন সকালে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেতে তাঁর লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।

পরিবারের দাবি, মো. দেলোয়ার হোসেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না এবং জমিজমা নিয়েও তাঁর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। এমন একজন নিরীহ ব্যক্তির মৃত্যু ঘিরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল ও প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা