আদাবরে সালিশ বৈঠকে গুলি: নিহত ১, অস্ত্রসহ আটক ২

রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় সালিশ বৈঠক চলাকালে মো. ইব্রাহিম (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম প্রাইভেট গাড়িচালক ছিলেন।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান জানান, পূর্ব বিরোধ নিষ্পত্তির জন্য দুই পক্ষ বৈঠকে বসেছিল। একপর্যায়ে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়, তখন এক পক্ষ অপর পক্ষকে গুলি করে। গুলিবিদ্ধ ইব্রাহিম ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি ম্যাগজিনসহ ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।
ডিসি ইবনে মিজান আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি হঠাৎ উত্তেজনার ফলেই ঘটেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম)

মন্তব্য করুন