জয় দিয়ে গ্লোবাল সুপার লিগ শুরু রংপুর রাইডার্সের, খালেদের চার উইকেট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২৫, ১১:৩০| আপডেট : ১১ জুলাই ২০২৫, ১১:৫০
অ- অ+

গায়নায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে (জিএসএল) নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের রংপুর রাইডার্স। গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ৮ রানে হারিয়েছে টুর্নামেন্টের স্বাগতিক দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে। জয়ের কাছাকাছি গিয়েও অ্যামাজন গুঁড়িয়ে যায় বাংলাদেশের পেসার খালেদ আহমেদের তাণ্ডবে (৩৬ রানে ৪ উইকেট)।

গায়ানার প্রভিডেন্স পার্কে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রান তোলে রংপুর রাইডার্স।

১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ৯ রান। আর রংপুর রাইডার্সের প্রয়োজন একটি উইকেট।

এমন সমীকরণে বল হাতে নেন আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। প্রথম বলেই গায়ানার ডেভিড ওয়াইজকে বোল্ড করে রংপুরের শিবিরে হাসি ফুটিয়ে তোলেন। ১৫৪ রানে গুটিয়ে যায় গায়ানা।

রংপুরের উদ্বোধনী জুটির একজন সৌম্য ৩৫ ও সাইফ ১৮ রান করেন। সাইফ হাসানকে সঙ্গী করে পাওয়ারপ্লে শেষে রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে ৪০ রান জমা করেন সৌম্য। অষ্টম ওভারে সাইফের উইকেট তুলে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

এরপর সৌম্য ফেরেন ৩৬ বলে ৩৫ রান করে। পরের ওভারে টানা দুই বলে আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমারজাই ও ইয়াসির আলি রাব্বিকে ফেরান অ্যামাজনের ইমরান তাহির।

এরপর সোহান ১০ বলে ১৮ রান করে ফিরলে দলের হাল ধরেন দুই বিদেশিকাইল মায়ার্স ও ইফতিখার আহমেদ। এই জুটি গড়েন দলের সর্বোচ্চ রানের পার্টনারশিপ। তাদের জুটিতে ৪৩ বলে আসে ৭৬ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৬২ রান।

জবাবে গায়ানা ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে আজমাতুল্লাহর বলে গুরবাজ ফেরেন ৮ রানে। এরপর মঈন আলি ও চার্লস কিছুটা গতি আনেন ইনিংসে। চার্লস করেন ২৮ বলে ৪০, মঈনের ব্যাটে আসে ১৮ বলে ২৭ রান। এই দুই ব্যাটারকেই পরপর দুই ওভারে ফেরান হারমিত সিং ও তাবরাইজ শামসি।

শেষ ৬ ওভারে অ্যামাজনের প্রয়োজন মাত্র ৩৮ রান। হেটমায়ার আর রাদারফোর্ডের ছোট কিন্তু ঝড়ো ইনিংস আশা দেখাচ্ছিল অ্যামাজনকে। কিন্তু তাদের আশার প্রদীপ নিভিয়ে দেন খালেদ আহমেদ। হেটমায়ার-রাদারফোর্ডকে ফিরিয়ে ম্যাচে ফেরান রংপুরকে। এরপর একের পর এক উইকেট তুলে নিয়ে পূর্ণ করেন নিজের চার উইকেট। ওমারজাই ও শামসি নেন ২টি করে উইকেট।

(ঢাকাটাইমস/১১জুলাই/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা