আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুরে আবু সাঈদ হত্যা এবং ঢাকার আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে পৃথক প্রিজনভ্যানে করে আলোচিত এই দুই মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আবু সাঈদ হত্যা মামলায় মোট ৩০ আসামির মধ্যে ইতোমধ্যে গ্রেপ্তারকৃত চারজনকে এদিন আদালতে তোলা হয়। তারা হলেন— বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।
এর আগে গত বৃহস্পতিবার (১০ জুলাই) ট্রাইব্যুনাল পলাতক ২৬ আসামিকে হাজির হতে নির্দেশ দিয়ে জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ১ জুলাই থেকে সরকারি চাকরির কোটা সংস্কার দাবিতে সারাদেশে শুরু হয় গণআন্দোলন। এরই মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন কলেজছাত্র আবু সাঈদ। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা অবস্থায় আবু সাঈদকে গুলি করা হয়। ভিডিওটি ভাইরাল হলে সারাদেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এরপর থেকেই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্য দিয়ে বিক্ষোভ আরও জোরালো হয়। আন্দোলনের জেরে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটে, আগুনে পুড়ে যায় বহু সরকারি স্থাপনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ১৯ জুলাই কারফিউ জারি করলেও সহিংসতা থামানো সম্ভব হয়নি।
এদিকে আশুলিয়ার গণহত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলায় ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। একইসঙ্গে পলাতক সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই দুটি মামলার তদন্তকে চলমান আন্দোলনের বিচারিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পর্যবেক্ষক মহল।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/আরজেড)

মন্তব্য করুন