বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই ঘরে ফিরব: নাহিদ ইসলাম

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৫, ২০:২০
অ- অ+

বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই ঘরে ফিরব বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে রাজবাড়ীবাসীর সহযোগিতা চাই। আওয়ামী ফ্যাসিজম ও মুক্তিযুদ্ব এক নয়। আওয়ামী লীগকে শুধু আইনী লড়ায়ে নয়, সামাজিক সব ক্ষেত্র থেকেও বয়কট করতে হবে।

এ কাজ করতে গিয়ে যদি কেউ এনসিপির কোনো সদস্যের ওপর চোখ রাঙিয়ে কথা বলেন, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় রাজবাড়ী রেলগেট চত্ত্বরে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত নতুন বাংলাদেশ গড়তে জুলাই পদযাত্রা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের মধ্যে খুনাখুনি করছে। সবার হাতেই রক্ত লেগে রয়েছে।

তিনি বলেন, আমরা রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, তারা রাজপথে এসেছে, বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে আয়োজিত সমাবেশে বরিশালের সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, ৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিলো গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন। তাই জেলা, উপজেলাসহ প্রতিটি ইউনিটে এনসিপির কমিটি গঠন করে দলকে গতিশীল করতে হবে।

এসময় হাসানাত আব্দুল্লাহ, সারজিজ আলম, আকতার হোসেন, ডা, তাসমিন জারাসহ রাজবাড়ীর জেলা কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেন।

(ঢাকা টাইমস/১৭জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যু
বিমান বিধ্বস্তে বেশিরভাগের শরীর ৬০-৭০ শতাংশ পুড়ে গেছে
বিমান বিধ্বস্তের ঘটনা খতিয়ে দেখা হবে: আইন উপদেষ্টা
মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: বার্ন ইনস্টিটিউটে জরুরি হটলাইন চালু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা