ভোলায় কোস্ট গার্ডের মাদকবিরোধী কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১৬:৪৮
অ- অ+

উপকূলীয় অঞ্চলে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভোলায় একটি সচেতনতামূলক কর্মশালা ও প্রচারণামূলক অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার সকালে “তারুণ্যের উৎসব–২০২৫” শীর্ষক এই কর্মশালা আয়োজন করে কোস্ট গার্ড বেইস ভোলা। এতে ভোলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

একইদিন বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, “প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলের জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে আসছে। দুর্যোগ মোকাবিলা, উদ্ধার, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসাসেবা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার পাশাপাশি, সমাজে সচেতনতামূলক কর্মসূচিও পরিচালনা করছে।”

তিনি বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে বাংলাদেশ কোস্ট গার্ড এমন কর্মসূচি আগামীতেও অব্যাহত রাখবে।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা