মাইলস্টোনের শিক্ষিকা মাশুকা বেগমের কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাশুকা বেগম নিপুর কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনী।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে বাংলাদেশ বিমানবাহিনী বাশার ঘাটির স্কোয়াড্রন লিডার মশিউর রহমানের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে চিরনিদ্রায় শায়িত মাসুকা বেগম নিপুর কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন করেন।
মশিউর রহমান জানান, আমরা নিশ্চিত তার এই আত্মত্যাগ দেশবাসী চিরকাল স্মরণ করবে। আমরা বিমান বাহিনীর পক্ষ থেকে তার পরিবারের পাশে সুখে-দুখে সব সময় আছি, থাকবো। আপনারা তার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাত নসিব করেন।
তিনি বলেন, দুর্ঘটনা অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্ত শেষ হলে আপনারা বিষয়টি জানতে পারবেন।
জনবহুল এলাকায় বিমান চলাচল করতে পারে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীর আশপাশে জনবহুল এলাকা অনেকাংশে বেড়ে গেছে। সব কিছু ম্যানেজ করেই আমাদেরকে চলতে হচ্ছে। দুর্ঘটনা আমরা প্রত্যাশা করিনি। দুর্ঘটনা যেকোনো ভাবেই হতে পারে। দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মনে করছি আমরা। স্বাধীনতা পর থেকে ঢাকায় প্রশিক্ষণ বিমান উড়ছে এমন দুর্ঘটনা তো কখনো হয়নি।
২১ জুলাই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যায় মাইলস্টোনের শিক্ষিকা মাসুকা বেগম নিপুর। সেদিন তিনিও ছিলেন হায়দার আলী ভবনে। কোমলমতি শিক্ষার্থীদের আকুতি উপেক্ষা না করে মানবতায় নিজেকে উৎসর্গ করেছিলেন এ মহান শিক্ষিকা। নিশ্চিত মৃত্যু জেনেও নিরাপদে আশ্রয়ে পাঠান শিক্ষার্থীদের। রক্তের না হোক, শিক্ষার্থীদের সাথে তার সম্পর্ক ছিল আত্মার। শরীরে আগুন ধরলেও শেষ সময় পর্যন্ত লড়ে যান প্রাণপণে।
এর আগে মঙ্গলবার মাসুকা বেগম নিপুর মরদেহ তার বোনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে দাফন করা হয়।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

মন্তব্য করুন