ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৮:৫৭
অ- অ+

ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে শেখ হাসিনা। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র-জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে আর ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ জেলার পৌর শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্টে) পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় এনসিপির জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা)সভাপতিত্ব করেন।

নাহিদ ইসলাম বলেন, মুজিববাদ নানা ছলে বলে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করেছে। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে হবে না, কোনো ভাবেই করতে দেয়া হবে না। মুজিববাদ মানে ইসলাম বিদ্বেষ, লুটপাট, একদলীয় শাসন ব্যবস্থা, দুনীর্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল, দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি। সেজন্য মুজিববাদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শ রক্ষা করতে হবে।

সুনামগঞ্জকে আমরা নতুন করে গড়ে তুলবো উল্লেখ করে নাহিদ বলেন, নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আপনারা সংঘবদ্ধভাবে কাজ করুন। কাউকে চাঁদাবাজি, লুটপাট অনিয়ম করতে দেয়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক অনিক রায়, এহতেশামুল হক, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ। এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে কথা বলেন নাহিদ ইসলাম।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পুরুষ!
প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে দলগুলোর নেতারা কী বললেন
চুয়াডাঙ্গায় দিনমজুরকে গলা কেটে হত্যা
মা হারালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি উজ্জল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা