ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন সমুদ্রে ভাসছিল ‘এফবি জামিলা’

হাতিয়ার সাগরে ভাসমান ট্রলার থেকে ১৪ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ০০:৩১| আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০০:৩২
অ- অ+

নোয়াখালীর হাতিয়ার গাঙ্গুরীয়া সমুদ্র এলাকা থেকে ১৪ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া অভিযান চালিয়ে জেলেসহ ট্রলারটি উদ্ধার করে।

তিনি বলেন, “গত ১৯ জুলাই 'এফবি জামিলা' নামের ট্রলারটি ১৪ জন জেলেকে নিয়ে মাছ ধরতে সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং সেটি পাঁচদিন ধরে সমুদ্রে ভাসতে থাকে। অবশেষে মধ্যরাতে ৯৯৯-এ ফোন করে জেলেরা সহায়তা চাইলে আমরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে যাই।”

উদ্ধারকৃত ট্রলার ও জেলেদের নলচিড়ার সূর্যমুখী ঘাটে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এদের মধ্যে এক জেলে অসুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় নিয়মিত নিরাপত্তা ও উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

(ঢাকাটাইমস/২৬জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
মির্জাপুরে টনসিলের অস্ত্রোপচারের পর শিশুর মৃত্যু  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা