infostation welcome Banner

মাইলস্টোন ট্র্যাজেডিতে প্রাণহানি বেড়ে ৩৩, হাসপাতালে চিকিৎসাধীন অর্ধশত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৮:২৯| আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১১:১৭
অ- অ+

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। ভয়াবহ এই দুর্ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে অন্তত ৫০ জন।

শুক্রবার বিকালে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি স্বাস্থ্য অধিদপ্তরের বরাত দিয়ে গণমাধ্যমকে এ তথ্য জানান।

স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন ১৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আরও ১৫ জন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন (যার পরিচয় এখনও নিশ্চিত হয়নি) এবং ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন আরেকজন।

তিনি আরও জানান, অনেকে হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন, আবার কেউ কেউ দীর্ঘসময় ধরে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। সর্বশেষ দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান মাকিন নামে এক শিক্ষার্থী। গাজীপুর জেলা সদরের কোনাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসাইনের ছেলে মাকিন দুর্ঘটনার সময় ক্লাসে ছিলেন।

এই ভয়াবহ দুর্ঘটনায় আহত অনেকে ইতোমধ্যে চিকিৎসা শেষে ঘরে ফিরলেও, এখনও ৫০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে ৪০ জন রয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে, আটজন সিএমএইচে এবং একজন করে ভর্তি আছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় প্রতিষ্ঠানটির ক্লাসে উপস্থিত ছিলেন বহু শিক্ষার্থী ও শিক্ষক। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে বরিশাল, পানিবন্দি লাখো মানুষ
কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা
Economic Priorities in Bangladesh's 2025-26 National Budget
গাজায় এবার অপুষ্টিতে মরছে মানুষ, শুক্রবার ৯ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা