বাচ্চাদের চিকিৎসার জন্য কোন দেশ ভেদাভেদ করছি না: বার্ন ইন্সটিটিউট পরিচালক

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইন্সটিটিউটে আজ আরও ২ জন মারা গেছেন। এ নিয়ে হাসপাতালটিতে এখন পর্যন্ত মোট ১৩ জন মারা গেলেন।
বৃহস্পতিবার রাতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
তিনি জানান, মারা যাওয়া ২ জনের মধ্যে একজন দুপুর ১টা ৫০ ও অপরজন বিকেল ৪ টায় মারা যান। এ ঘটনায় আইসিইউতে আছেন ৮ জন এবং তাদের মধ্যে ২ জন আজ মারা গেছেন। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। আর ভর্তি আছেন ৪২ জন। তাদের মধ্যে ১৩ জনকে কেবিনে নেয়া হয়েছে।
তিনি বলেন, দগ্ধদের রক্তের প্রয়োজন নেই। অনেকেই স্কিন ডোনেশন করতে চাচ্ছেন, কিন্তু হাসপাতালের সংরক্ষণে পর্যাপ্ত স্কিন রয়েছে তাই স্কিন ডোনেশন নেয়া হচ্ছে না। অনেকেই হাসপাতালে চিকিৎসা নেয়া রোগীদের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন। কোনো আর্থিক সহায়তা লাগবে না। আহতদের চিকিৎসায় সরকার সব খরচ বহন করছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, একটা মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সহযোগিতার আশ্বাস পাওয়া যাচ্ছে। বাচ্চাদের চিকিৎসার জন্য আমরা কোন দেশ ভেদাভেদ করছি না। বাচ্চাদের জন্য যেটা পজেটিভ তা গ্রহণ করছি। সবকিছুই এই বাচ্চাদের ভালোর জন্য করা হচ্ছে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

মন্তব্য করুন