জামালপুরে চোলাই মদসহ ৩ জন আটক 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৭:২১
অ- অ+

জামালপুরে সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে।

শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটুভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— হাটুভাঙা এলাকার মৃত রামনাথের ছেলে বলাই, অনিল রবি দাশের স্ত্রী মাধুবী এবং ছোনটিয়া এলাকার শুকুর আলীর ছেলে শাকিল মিয়া।

পুলিশ জানায়, জামালপুর সদর থানার উপ পরিদর্শক মো. মোহেব্বুল্লাহর তথ্যে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় আটক আসামিদের নিজ বাসা থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
আইজিপির সাথে জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ারের সাক্ষাৎ
ইউএন মানবাধিকার কমিশনের অফিস ইস্যুতে উদ্বেগ তৈরি হয়েছে: মঞ্জু
খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারের কাছে বিএনপির চিঠি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা