জামালপুরে চোলাই মদসহ ৩ জন আটক

জামালপুরে সদর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে।
শুক্রবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক।
এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটুভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাটুভাঙা এলাকার মৃত রামনাথের ছেলে বলাই, অনিল রবি দাশের স্ত্রী মাধুবী এবং ছোনটিয়া এলাকার শুকুর আলীর ছেলে শাকিল মিয়া।
পুলিশ জানায়, জামালপুর সদর থানার উপ পরিদর্শক মো. মোহেব্বুল্লাহর তথ্যে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় আটক আসামিদের নিজ বাসা থেকে ৮০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চোলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়।
(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

মন্তব্য করুন