মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া

উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর দেশের সকল মসজিদে এ দোয়া-মোনাজাত করা হয়।
মোনাজাতে এ দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন মুসল্লিরা। পাশাপাশি শোকাহত পরিবারদের শোক সহ্য করার দোয়া করেন।
দোয়া ছাড়াও অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজনের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই শিশু।
(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

মন্তব্য করুন