চট্টগ্রামে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পদুয়া ইউনিয়নের সিকদারদিঘীর পূর্ববপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বাহাদিরপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে মো. হুমায়ুন (৩৭), মো. মামুন (৩২) ও তাদের নিকটাত্মীয় করাইয়ানগর আকবরপাড়া গ্রামের আবদুল সাত্তারের ছেলে মনির হোসেন (৪৫)। তারা তিনজনই মোটরসাইকেল আরোহী ছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনজন একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে যান। এ সময় কক্সবাজারগামী একটি মহিষবোঝাই ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পদুয়া ইউনিয়নের সিকদারদিঘী এলাকার পার্শ্ববর্তী সড়ক থেকে একটি অটোরিকশা উঠছিল। এসময় ট্রাকটি ছিল কক্সবাজারমুখী ও মোটরসাইকেলটি চট্টগ্রামমুখী ছিল।
তিন গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

মন্তব্য করুন