সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ২০:৩৫
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীর নতুন বাংলাদেশে সিলেট হবে এনসিপির অন্যতম দুর্গ। সিলেটবাসী আজ তা দেখিয়ে দিয়েছেন। শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপির জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন তিনি।

এনসিপির আহ্বায়ক শুরুতে সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, প্রিয় সিলেটবাসী, আপনারা কি ভালো আছেন? এরপর তিনি বলতে শুরু করেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে ধরে রেখেছে। জুলাই গণঅভ্যুত্থানে এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে সিলেট বুক চিতিয়ে লড়াই করেছে। জনগণের মুক্তির লড়াইয়ে সিলেট ছিল অগ্রগামী। ৪৭ সালে সিলেটবাসী পূর্ববঙ্গের সাথে থাকার রায় দিয়েছিলেন। কিন্তু সিলেটবাসীকে সেই বৃটিশ থেকে শুরু করে পাকিস্তান এবং আওয়ামী লীগ আমলেও ঠকানো হয়েছিল। গ্যাস, বালু পাথরসহ সিলেটের খনিজ সম্পদ থেকে সিলেটবাসীকেই বঞ্চিত করা হয়েছে।

তিনি জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর মূল্যবান অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটিএম তুরাবসহ এই সিলেট জেলার ১৭ জন মানুষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন। আমরা সেইসব শহীদের রক্তের শপথ নিয়ে নতুন বাংলাদেশ গড়তে এসেছি এই সিলেটে।

নাহিদ ইসলাম বলেন, লন্ডনে বাঙালিদের অধিকাংশই হচ্ছেন সিলেটী। আপনারা যেমন লন্ডনকে জয় করেছেন তেমনি জয় করেছেন এই সিলেটকে। আমাদের প্রবাসী ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে। আমরা তাদের ভোটাধিকারের জন্য কথা বলছি। আমরা বিশ্বাস করি প্রবাসীরা বাংলাদেশের নীতি নির্ধারণের অংশী হবেন।

তিনি বলেন, তেল গ্যাস খনিজ সম্পদে সমৃদ্ধ সিলেট। সিলেটকে একটি আদর্শ শিল্পনগরী হিসাবে গড়ে তুলতে হবে। সিলেটের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য জাতীয় নাগরিক পার্টি কাজ করবে। বিচার সংস্কার নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। সেই সংবিধানে আপনার আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথাও থাকবে। আগামীতে আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি জুলাই সনদ আদায়ের লক্ষ্যে। ইনশাল্লাহ আমরা তা আদায় করে নিবো।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে এই সিলেটের স্কুল-কলেজ-মাদ্রাসর শিক্ষার্থীরা যেভাবে সমর্থন দিয়েছিল, তা বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। জুলাই গণঅভ্যুত্থানে সিলেটবাসীর সংগ্রামের কথা আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি গঠিত হয়েছে। সেখানে আপনাদের এলাকার সন্তান অর্পিতা এহতেশাম জুনায়েদ ভাই আছেন। তারা এখানে এনসিপিকে শক্তিশালী করছে। সিলেটের আনাচে কানাচে আজ জনতার ভিড়। আপনারা দেখিয়ে দিয়েছেন আগামীতে সিলেট হবে এনসিপির দুর্গ।

এনসিপি উত্তরাঞ্চলের মূখ্য সমন্বয়ক সারজিস আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাশ, সিলেটের মুখ্য সমন্বয়ক নাজিম উদ্দিন সাহান, সিলেটের মূখ্য নেতা ডা. এহতেশাম, জুলাই অভুত্থানের স্লোগান মাস্টার বাকের, সিলেটের নেতা ডা. আব্দুল্লাহ প্রমুখ।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়ক জসীমপুত্র রাতুলের অকালমৃত্যু
উত্তরায় বিমান দুর্ঘটনা: বিদেশি চিকিৎসকদের প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা
ইসির ৭১ কর্মকর্তাকে বদলি
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার চারজনকে সাতদিনের রিমান্ডে পেল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা