র‍্যাব-২ এর অভিযান

শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী পিচ্চি শাহীনসহ ৪ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১২:৫৪| আপডেট : ২৫ জুলাই ২০২৫, ১৩:২৮
অ- অ+

শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনসহ (৪০) চার জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন, মো. গুড্ডু (৩৮), মো. শফিকুল ইসলাম (৪৮) ও মো. সেলিম (৩২)।

বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব ২ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে।

শুক্রবার দুপুরে র‍্যাব-২ এর সিনি. সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল গতকাল রাজধানীর মোহাম্মদপুর থানাধীন সাত মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামী সাবেক কমিশনার রাজীব ও শীর্ষ সন্ত্রাসী জোসেফের সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনকে (৪০) গ্রেপ্তার করে। এছাড়াও পৃথক অভিযান পরিচালনা করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন কৃষি মার্কেট এলাকা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা ও মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকা হতে অপর ৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে সরকারকে অস্থিতিশীল করতে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বেআইনি বিভিন্ন কর্মকান্ডে অংশ নেয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীনের এর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। শফিকুল ইসলামের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে ও সেলিম এর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।

র‍্যাব কর্মকর্তা খান আসিফ তপু বলেন, গ্রেপ্তার আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

(ঢাকাটাইমস/২৪জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে বিএনপি নেতাকে ‘কালো গাড়িতে’ তুলে নেওয়ার অভিযোগ
মোহাম্মদপুর থানা পুলিশকে ঘিরে মিথ্যা প্রচারণার প্রতিবাদ জানালেন স্থানীয় জনসাধারণ
ঝিনাইদহে বিএডিসির খাল ভরাট, পানির নিচে হাজার হেক্টর জমির ফসল 
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখন থেকে পাবেন দশম গ্রেডে বেতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা