infostation welcome Banner

সরকার সদ্য জন্ম নেওয়া এনসিপির পৃষ্ঠপোষকতা করছে: নূরুল হক 

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৯:৪৫
অ- অ+

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সদ্য জন্মগ্রহণ করা এনসিপির পৃষ্ঠপোষকতা করছে। তাই আমরা সরকারকে বারবার সতর্ক করছি, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য আরেকটি নিরপেক্ষ সরকার গঠনের প্রয়োজন হতে পারে। আমরা মনে করি সরকার সকল দলের প্রতি সমান আচরণ করবে। শুক্রবার (২৬ জুলাই) কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার উদ্যোগে গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নূরুল হক বলেন, আমরা বিভিন্নভাবে শুনেছি কোন কোন জেলায় বৃক্ষ মেলা বন্ধ করে পরীক্ষা স্কুল ক্লাস বন্ধ করে তাদেরকে সমাবেশে নিয়ে আসা হচ্ছে। এটি নতুন বাংলাদেশের চিত্র নয়। এগুলো আমরা পুরনো আমলে দেখেছি।

তিনি বলেন, আমরা দেখেছি আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু, আমরা চাই আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং আওয়ামী লীগের যারা বিগত সময়ে সহযোগিতা করেছে জাতীয় পার্টি সহ ১৪ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানাই আমরা।

ভিপি নূর বলেন, গত ৫০ বছরের পুরোনো রাজনীতি এ দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। এই রাজনীতি বাংলাদেশকে সংঘাত-সহিংসতার অনিশ্চিত রাষ্ট্রে পরিণত করেছিল। সেই রাজনীতির কবর রচনা করতে হবে।

ভিপি নূর আরো বলেন, উত্তাল সমুদ্রে ঝুঁকি নিয়ে আমরা পাড়ি দিতে নেমেছিলাম এবং এই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন ঘটিয়ে তবেই ঘরে ফিরব। হানাহানি, দখলবাজি, জুলুম-নির্যাতন চালিয়ে এবং জনগণকে জিম্মি করে গত ৫০ বছর ধরে রাজনীতি পরিচালিত হয়েছে। সেখান থেকে এই তরুণ প্রজন্ম জাতিকে নতুন করে পথ দেখিয়েছে। তাই নেতৃত্বের ভার তরুণদের হাতেই তুলে দিতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছর ধরে অনেকেই লড়াই করেছেন, কিন্তু ফ্যাসিবাদের পতন ঘটাতে পারেননি। আমরা গণঅধিকার পরিষদ গঠনের মাধ্যমে তরুণদের বিপ্লবের জন্য প্রস্তুত করেছিলাম। আগামীতে যেন এই বাংলাদেশে আর কোনো হাসিনা কিংবা ফ্যাসিবাদ তৈরি না হয়, সেজন্য ছাত্র, যুবক ও তরুণদেরই আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে। হানাহানি-মারামারির বিপরীতে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে গণঅভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে ভিপি নূর বলেন, আগামী জাতীয় নির্বাচনে গণঅধিকার পরিষদ একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৩০০ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবে।

এসময় ভিপি নূর কুমিল্লার সদর আসনসহ বিভিন্ন আসনে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা করেন।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে বিমান দুর্ঘটনার ৪ দিন পরই ছুটিতে গেলেন ১১২ পাইলট!
স্ত্রীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন কর্নেল অলি
অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে বরিশাল, পানিবন্দি লাখো মানুষ
কলকাতার সিনেমায় শারমান যোশি-সুস্মিতার সঙ্গে তানজিন তিশা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা