তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা করতে পারবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৩:৩৮
অ- অ+

ভোটার তালিকা সংশোধন বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। বৃহস্পতিবার রাতে ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে আইন, বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সংসদ বিষয়ক বিভাগ।

নতুন অধ্যাদেশ অনুযায়ী, নির্বাচন কমিশন চাইলে এখন থেকে তফসিল ঘোষণার আগে বছরের যেকোনো সময় ভোটার তালিকা সংশোধন প্রকাশ করতে পারবে। এর ফলে প্রতি বছর জানুয়ারি নির্দিষ্ট তারিখে ভোটার হালনাগাদের বাধ্যবাধকতা আর থাকছে না।

নতুন অধ্যাদেশে আরও বলা হয়, যেহেতু ভোটার তালিকা আইন, ২০০৯ (২০০৯ সনের নং আইন) এর কিছু ধারা সংশোধন করা প্রয়োজন; এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির নিকট বিষয়ে আশু ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা প্রতীয়মান হয়েছে; সেহেতু সংবিধানের ৯৩() অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন জারি করলেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘এই অধ্যাদেশ ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

২০০৯ সনের নং আইনের ধারা -এর সংশোধন সংক্রান্ত অধ্যাদেশে বলা হয়েছে, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা -এর দফা ()-জানুয়ারি মাসের পহেলা তারিখশব্দগুলির পরকমিশন কর্তৃক ঘোষিত অন্য কোনো তারিখশব্দগুলি সন্নিবেশিত হবে।

এছাড়া ২০০৯ সনের নং আইনের ধারা ১১ সংশোধন করে নতুন উপ-ধারা () যোগ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘() কম্পিউটার ডাটাবেজে সংরক্ষিত বিদ্যমান সকল ভোটার তালিকা, প্রতি বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অথবা তফসিল ঘোষণার পূর্বে ধারা -এর দফা ()-এর অধীন ঘোষিত সময়সীমার মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করা হবে। যথা: () যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে কিন্তু ভোটার হিসেবে নিবন্ধিত হয়নি, তাদের ভোটার তালিকাভুক্ত করা; () যেসব ভোটার মৃত্যুবরণ করেছেন বা অযোগ্য হয়েছেন, তাদের নাম কর্তন করা এবং () যারা এলাকার পরিবর্তন করেছেন, তাদের নাম পূর্বের তালিকা থেকে কেটে করে নতুন এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করা। তবে শর্ত থাকে যে, উপরের সময়সীমায় হালনাগাদ না হলেও ভোটার তালিকার বৈধতা বা ধারাবাহিকতা নষ্ট হবে না।

ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ()- বলা ছিল, ‘যোগ্যতা অর্জনের তারিখঅর্থ এই আইনের অধীন প্রতিটি ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন বা হালনাগাদের ক্ষেত্রে সেই বছরের জানুয়ারি। বিধান অনুযায়ী, জানুয়ারির পরে যারা ১৮ বছর পূর্ণ করতেন তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারতেন না।

বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন চাইলে বছরের যেকোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং তালিকা প্রকাশ করতে পারবে।

সূত্র: বাসস

(ঢাকাটাইমস/২৫জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের পরিকল্পনা হতো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়: সাবেক আইজিপি
পলাতক যুগ্মসচিব ধনঞ্জয়কে বরখাস্ত করল সরকার, আছে দুর্নীতির মামলা
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি, ভাঙচুর-অগ্নিসংযোগে আহত ২০
এশিয়াটিকের দুর্নীতির তদন্তে দুদককে হাইকোর্টের নির্দেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা