রাঙ্গাবালীতে নিম্নচাপের প্রভাবে প্লাবিত নিম্নাঞ্চল, তলিয়ে গেছে মাছের ঘের

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুলাই ২০২৫, ১৮:০৩
অ- অ+

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেড়েছে। এতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে মাছের ঘের, ঘর-বাড়ি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

তাই পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালী নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্র উত্তাল রয়েছে, থেমে থেমে বইছে দমকা হাওয়া।

এদিকে রাঙ্গাবালীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাহিরের বসতভিটা ও মাছের ঘের প্লাবিত হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার চরকাশেম, যুগিরহাওলা, চরযমুনা, চরহেয়ারসহ বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। ওইসব এলাকার মাছের ঘেরও প্লাবিত হয়। বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছর এমন দুর্ভোগের কথা বলা হলেও ভাঙা বাঁধ টেকসইভাবে সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। ফলে ঝুঁকিতে আছে মানুষ ও সম্পদ।

(ঢাকা টাইমস/২৫জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিয়ের দেড় মাস পর স্বামী বুঝতে পারলেন তার স্ত্রী পুরুষ!
প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে দলগুলোর নেতারা কী বললেন
চুয়াডাঙ্গায় দিনমজুরকে গলা কেটে হত্যা
মা হারালেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সেক্রেটারি উজ্জল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা