মিরপুরে নাশকতার চেষ্টা, ককটেলসহ তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১৪:০৫| আপডেট : ২০ জুলাই ২০২৫, ১৪:৪৭
অ- অ+

হরতালের সমর্থনে রাজধানীর মিরপুরে নাশকতার চেষ্টাকালে ককটেলসহ ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে মিরপুর মডেল থানা পুলিশ। শনিবার রাতে মিরপুরের আলোক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ইমরান হোসেন (২৮), ইউসুফ খান (৪০) এবং মো. জাকির হোসেন (৩৪)। অভিযানে তাদের হেফাজত থেকে ২টি ককটেল সদৃশ বস্তু, ৩টি লোহার রড ও ৩টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হরতাল ও অবরোধকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য তারা মিরপুর ১০ নম্বরের আলোক হাসপাতালের সামনে অবস্থান নিয়ে ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।

ওসি সাজ্জাদ রোমান আরও জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা হরতালের সমর্থনে রাষ্ট্রীয় কার্যক্রমে বিঘ্ন ঘটানোর পরিকল্পনায় ছিল।

জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া পলাতক অন্য সহযোগীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

(ঢাকাটাইমস/২০জুলাই/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহতের পরিবারকে ৫ কোটি টাকা দেওয়ার নির্দেশ: মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হাইকোর্টের রুল
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে বিএমএসএফ
বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩২, আইসিইউতে মারা গেল ৯ বছরের শিশু নাফি
ড. ইউনূসের পাশে বিএনপি-জামায়াতসহ চার দল, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা