খাগড়াছড়িতে বিজিবি ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুলাই ২০২৫, ১২:০৪| আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৩:৪৯
অ- অ+

খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী তং এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ইউপিডিএফ (প্রসীত) মূল সংগঠনের সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার (২০ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাটিরাঙ্গা উপজেলার পুং পাড়া ইউনিয়নের তং পাড়া এলাকায় যামিনী পাড়া জোনের আওতাধীন বিজিবির একটি টহল দলের সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের মুখোমুখি সংঘর্ষ হয়। একপর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পিছু হটে পালিয়ে যায়।

ঘটনার পরপরই ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ২টি রাইফেল, ১টি পিস্তল, ১টি শর্টগান, গোলাবারুদ এবং ১৬ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এ বিষয়ে বিজিবির যামিনী পাড়া জোনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য না মিললেও বিকেলে একটি প্রেস ব্রিফিংয়ের কথা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে প্রশাসনের। এই ঘটনাকে কেন্দ্র করে ওই অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২১ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানুষ হব কবে আমরা?
সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল স্বাভাবিক, নিরাপত্তা জোরদার
শর্ত পূরণ না করলে ১৫ দিন পর নতুন দলের আবেদন বাতিল: ইসি
সেনাবাহিনীর ১৪ জন হাসপাতালে: উত্তরায় অনভিপ্রেত পরিস্থিতি নিয়ে তদন্ত চলছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা