তানভীরের মরদেহ আনতে গিয়েও দুর্ঘটনা, আহত চাচাতো ভাই

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের (১৪) মরদেহ নিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি যাওয়ার পথে ফ্রিজারভ্যান দুর্ঘটনার শিকার হয়েছে। এতে নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই আহত হন।
ঘটনাটি ঘটে সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়।
নিহত তানভীর হোসেন মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের বাসিন্দা রুবেল মিয়ার ছেলে। বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর তার মরদেহ ফ্রিজার ভ্যানে করে গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মৌচাক এলাকায় পৌঁছালে মরদেহবাহী ফ্রিজার ভ্যানটি একটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা তানভীরের চাচাতো ভাই সাইফুল আহত হন।
পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে আরেকটি গাড়ির ব্যবস্থা করে মরদেহ মির্জাপুরে নিয়ে আসা হয়। ভোর ৪টার দিকে মরদেহ পৌঁছায় গ্রামের বাড়িতে।
নিহতের চাচা ও স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, সকাল ১০টায় জানাজা শেষে তানভীরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তিনি বলেন, ‘একটি দুর্ঘটনায় ছেলেটাকে হারিয়েছি, আরেকটা দুর্ঘটনায় মরদেহও ঠিকমতো আনতে পারছিলাম না। আল্লাহর রহমতে শেষ পর্যন্ত দাফন সম্পন্ন করতে পেরেছি।’
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী তানভীর হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এখন পর্যন্ত এই ঘটনায় ৩১ জন মারা গেছেন।

মন্তব্য করুন